তোমার একটু ছোঁয়া একটু আদর
একটু প্রেমের জন্যে ,
সারাটা দিন কাটে আমার
অপেক্ষার অরন্যে ।
সত্যিই তুমি সত্যিই জানি
আমায় ভালোবাসো ,
এইও জানি সারাটা দিন
আমায় অভিলাষো ।
জানতে কি চাও তোমার ডাকে
কেন ছুটে আসি?
ভালোবাসি বন্ধু তোমায়
নিজের চেয়েও বেশি ।
একতারাটা বলেছিলো
বাসতে ভালো তোমায় ,
জানতে কি চাও কেমন করে
কাটছে আমার সময়?
এমন একটা স্বপ্ন আমার
সত্যি কেন হয়না?
মন খারাপের দিন গুলো
কেন যে শেষ হয়না ?
জানতে কি চাও তোমার ডাকে
কেন ছুটে আসি?
ভালোবাসি বন্ধু তোমায়
নিজের চেয়েও বেশি ।
একটা প্রহর লেগেছিলো
ভালোবাসি বলতে,
সারাটা দিন কেটে গেলো
প্রহর গুনতে গুনতে ।
কেন তোমায় আমি তবু
নিজের করে পাইনা?
কিসের অভাব আছে আমার
সত্যি খুঁজে পাইনা ।
জানতে কি চাও তোমার ডাকে
কেন ছুটে আসি?
ভালোবাসি বন্ধু তোমায়
নিজের চেয়েও বেশি ।
তোমার একটু ছোঁয়া একটু আদর
একটু প্রেমের জন্যে ,
সারাটা দিন কাটে আমার
অপেক্ষার অরন্যে ।