শুক্রবার, ৮ এপ্রিল, ২০১১

প্রেম পত্র

ই-মেলে তোমার চিঠি
কিছু অক্ষর, কিছু পঙতি বিলাস।
অথচ কাগজে গন্ধ ছুঁয়ে থাকো তুমি
স্পর্শ স্বাদ - নিপুন অনুপান
জ্বর যেন জট খুলে ছোট্ট চডুই।

গনকে তোমার প্রতিক্ষন
কমা, সেমি-কোলন
সবই নতুন শুভঙ্করী।


চিঠি লিখি।
স্বল্প তাপে কলমের ভাবনা নিয়ে
ভাববে যখন
পড়বে আমার পুরোনো চিঠি।


কোনও একদিন
আশেপাশে কেউ নেই
বিরহ যন্ত্রনা -- না থাক
ছট্ট এস এম এস
এই তো এত কাছে তুমি।


ফরসা আকাশ
মেঘেরই বা কি দায়
পিওন হবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন