বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২

বাসর ঘরে নবদম্পতিকে ডিস্টার্ব করতে চান?? (শুধুই দুষ্টু ছেলে-মেয়েদের জন্য)


বাসর ঘরে নবদম্পতিকে ডিস্টার্ব করতে চান?? (শুধুই দুষ্টু ছেলে-মেয়েদের জন্য)


বাসর ঘরে নবদম্পতি ভংচং করবে, কিন্তু দুষ্টু শালা-শালীরা তাদের ডিস্টার্ব করবে না- তা তো হয় না! বাসর যেহেতু একবারই, সুতরাং দুষ্টামীর সুযোগও একবারই অতএব সেই সুযোগের সদ্ব্যবহার করাটা দুষ্টু শালা শালীদের অবশ্য কর্তব্য

আগে যেমন খাটের তলে লুকিয়ে থেকে খাটের উপরের ঘটনা বোঝার চেষ্টা হতোকিংবা বউয়ের জায়গায় অন্য কাউকে বসিয়ে চলতো দুষ্টামীছিলো জানালায় ঢিলবাইরে থেকে টিকা-টিপ্পনীকিন্তু এখন দিন পাল্টাইসেএইগুলান আর আগের মত জমে না ডিজিটাল শালা-শালীদের আরেকটু স্মার্টভাবে ফাইজলামী শেখা দরকার! অতএব, ডিজিটাল দুষ্টু ছেলে মেয়েগণ-- নিচের টিপস গুলা ভালো করে পড়েন

ফাইজলামী ১গভীর রাতে বাসর ঘরের দরজায় ঠক ঠক করে বলতে পারেন- 'ভাইয়া, সুস্থ্য আছেন তো??'

ফাইজলামী ২জানালায় নক দিনজানালা খুলতেই হাতে এক প্যাকেট বঙ্গজবিস্কুট ধরিয়ে দিন।-খালি পেটে গল্প ভালো জমে না--এই টাইপ বদ ডায়লগ দিয়ে ভেগে যান!

ফাইজলামী ৩ভাইয়া/আপু কেউ সায়েন্সের স্টুডেন্ট হলে ঘন জ্যামিতির একটা জটিল সমস্যা নিয়ে সোজা হাজির হন

ফাইজলামী ৪দরজায় জোরে থাবা দিনদরজা খুলতেই-অনেকক্ষণ ধরে কোন সাড়া শব্দ নেইভাবলাম কিছু হয়ে গেলো কিনা! তাই দেখতে এলাম-- টাইপ ডায়লগ হাবাগোবা মুখে চালিয়ে দিন

ফাইজলামী ৫আজকে ৭ দিন পর আপনার বাথরুমভালো হলো-এই সুখবরটা নবদম্পতিকে দিয়ে আসতে পারেন!

ফাইজলামী ৬ভেন্টিলেটরের ফুটা দিয়ে ভাইয়ার কাছে প্রশ্ন রাখেন- ভাইয়া, এনার্জী ড্রিংক লাগবে কি??’

ফাইজলামী ৭হঠাৎ দরজায় থাবা দিয়ে প্রশ্ন রাখেন--ভাইয়া, কি খান?’

ফাইজলামী ৮দরজায় গিয়ে অভিযোগ দিতে পারেন- ভাইয়া/আপু, খাটের অতিরিক্ত ক্যাঁচকোঁচ শব্দে পড়ায় মন বসছে নাশব্দটা একটু আস্তে করা যায় না?!’

নিতান্তই ফাইজলামী পুষ্টএর থেকে আরো ভালো বুদ্ধি নিচ্চয়ই আপনার মাথায় আছে সেগুলার ব্যাপারে আওয়াজ দিয়েনকিংবা ভুক্তভুগী ভাইয়া/আপুরাও ঘটে যাওয়া দুষ্টামীর ব্যাপারে জানান দিয়েন

বিঃদ্রঃ- হবু দম্পতির সাথে রাত ১২--২টা সব ধরনের ফাইজলামী নিষিদ্ধ! এর আগে করা যেতে পারে

সূত্র: ইন্টরনেট ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন