বিয়া করতে যাইতাছেন, আগে এইটা পড়েন, ভাইয়াদের জন্য পরামর্শ পোষ্ট
যেসব ভাইয়েরা বিয়া করার কথা ভাবতেছেন, তাদের জন্য এই পোষ্ট। আপারা একটু
দুরে থাকেন, এইসব জাইনা
ফেললে আখেরে আপনাদেরই ক্ষতি। ভাইরে একটু সুযোগ দেন আপনেরে খুশী রাখতে। ইগনোরেন্স
ইজ ব্লিস - সংসারের চেয়ে এইটার ভালো এক্সাম্পল
নাই। এইগুলা সবই পরীক্ষিত উপায়, সেজন্য নিশ্চিন্তে চালাইতে পারেন।
১। সরি বলা শিখেন - যেই পুরুষ যত ভালো সরি বলতে পারে সেই তত সুখি। যতই চেষ্টা করেন এমন স্বামী হইতে পারবেন না, যার উপর বউ ক্ষেপে না। সারা জীবন যেইভাবে চইলা আসছেন, বিয়ার পরে তেমনি চলতে গেলে বউ খেপবো। অনেক সময় এমন কারনে খেপবো যেই কারনটাই খুইজা পাবেন না। বউরে যতক্ষনে বুঝাইবেন আপনার মনে কোন ময়লা নাই, আপনে ঠিক কাজই করছেন, তার চেয়ে অনেক তাড়াতাড়ি মিটমাট করতে পারবেন সরি বইলা। সরি বলনের কায়দা হইলো কোন এক্সকিউজ দিবেন না, সব দোষ নিজের বইলা স্বীকার করেন। তা হইলে আপা আর বেশিক্ষণ রাগ কইরা থাকতে পারবে না। ভাইয়েরা কি বেশি ঠইকা যাইতেছেন মনে হইতেছে, ধৈর্য্য ধরেন।
১। সরি বলা শিখেন - যেই পুরুষ যত ভালো সরি বলতে পারে সেই তত সুখি। যতই চেষ্টা করেন এমন স্বামী হইতে পারবেন না, যার উপর বউ ক্ষেপে না। সারা জীবন যেইভাবে চইলা আসছেন, বিয়ার পরে তেমনি চলতে গেলে বউ খেপবো। অনেক সময় এমন কারনে খেপবো যেই কারনটাই খুইজা পাবেন না। বউরে যতক্ষনে বুঝাইবেন আপনার মনে কোন ময়লা নাই, আপনে ঠিক কাজই করছেন, তার চেয়ে অনেক তাড়াতাড়ি মিটমাট করতে পারবেন সরি বইলা। সরি বলনের কায়দা হইলো কোন এক্সকিউজ দিবেন না, সব দোষ নিজের বইলা স্বীকার করেন। তা হইলে আপা আর বেশিক্ষণ রাগ কইরা থাকতে পারবে না। ভাইয়েরা কি বেশি ঠইকা যাইতেছেন মনে হইতেছে, ধৈর্য্য ধরেন।
২। বোকা থাকাই ভালো
- আপার সাথে এমন ভাব ধরবেন যেন আপনে অনেক
বোকা। আগে বুদ্ধিমান থাকলেও আপারে ভালোবাসার পর থেইকা মাথা মহাশূণ্যের মত হইয়া গেছে। আপারে যদি বিশ্বাস করাইতে
পারেন আপনে বোকা অনেক ঝামেলা থেইকা
বাইচা যাবেন।
৩। ভালো শ্রোতা হন - আপা যা কইতে চায় সব শোনেন। কোন সমস্যার কথা কইলে সমাধান দিতে লাফায় পইড়েন না, আপা আপনার সমাধান জানার জন্য সমস্যা কয় নাই। আপা কেমনে সমাধান করতে চায় সেটাই শোনেন। একটা কথা মাথায় রাইখেন, শোনা মানে কথা কান দিয়া ঢুকানো, কথা মত কাজ করা না।
৪। ভালোবাসি বলতে কিপ্টামি করবেন না - কারনে, অকারনে বলেন ভালোবাসি। আপারে বোঝান তারে ছাড়া আপনে কত অসহায়। সব কথার কারুকাজ। কথা কইতে তো কোন খরচ নাই।
৫। নিজে যা ভালো বুঝেন তাই করেন - আপার পরামর্শ নেন, তার সব কথা শোনেন। এরপরে সব মিলায়া নিজের কাছে যেইটা সবচেয়ে ভালো মনে হয় সেইটাই করেন। আপার সাথে মিলতে হবে এমন কোন কথা নাই। আপা রাগ করতে পারে। তখন আবার পয়লা রুলে ফেরত যান। সরি কোনদিন পুরান হয় না, যদি ঠিকমত কইতে পারেন।
৬। বউরে রেসপেক্ট করেন - বউরে তো ভালোবাসবেনই, কিন্তু একটা মানুষ হিসাবে রেসপেক্ট করাটা জরুরী। তার স্যাক্রিফাইস অ্যাকোনলেজ করেন। আপা যেন মনে করে, উনিই আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।
৭। মাতব্বরি কমান, নিজেরে স্বাধীন ভাবতে দেন - সব কিছু বইলা করানোর চেষ্টা কইরেন না। বিয়ার আগেই আপনার কাছে কোনগুলা গুরুত্বপূর্ণ সেইটা আপারে জানান। এরপরে আপারে এর বাইরে সব কিছুতে নিজের মত কইরা ডিসিশন নিতে দেন। কিন্তু আপনে যেগুলার কথা বলছিলেন সেইগুলার ব্যপারে অবশ্যই মনে করাইবেন। কিন্তু এই লিস্টটা আবার এত বড় কইরেন না, যে আপা মনে করে সব ব্যপারেই আপনে নাক গলান। আপনে মাতব্বরি করতেছেন মনে করলেই সারছে।
এরপর বাকি আল্লাহ ভরসা। বিসমিল্লাহ বইলা দিল্লীকা লাড্ডু খাইয়াই ফালান। বদহজম না হইলে এর চাইতে ভালো আর কিছু নাই।
৩। ভালো শ্রোতা হন - আপা যা কইতে চায় সব শোনেন। কোন সমস্যার কথা কইলে সমাধান দিতে লাফায় পইড়েন না, আপা আপনার সমাধান জানার জন্য সমস্যা কয় নাই। আপা কেমনে সমাধান করতে চায় সেটাই শোনেন। একটা কথা মাথায় রাইখেন, শোনা মানে কথা কান দিয়া ঢুকানো, কথা মত কাজ করা না।
৪। ভালোবাসি বলতে কিপ্টামি করবেন না - কারনে, অকারনে বলেন ভালোবাসি। আপারে বোঝান তারে ছাড়া আপনে কত অসহায়। সব কথার কারুকাজ। কথা কইতে তো কোন খরচ নাই।
৫। নিজে যা ভালো বুঝেন তাই করেন - আপার পরামর্শ নেন, তার সব কথা শোনেন। এরপরে সব মিলায়া নিজের কাছে যেইটা সবচেয়ে ভালো মনে হয় সেইটাই করেন। আপার সাথে মিলতে হবে এমন কোন কথা নাই। আপা রাগ করতে পারে। তখন আবার পয়লা রুলে ফেরত যান। সরি কোনদিন পুরান হয় না, যদি ঠিকমত কইতে পারেন।
৬। বউরে রেসপেক্ট করেন - বউরে তো ভালোবাসবেনই, কিন্তু একটা মানুষ হিসাবে রেসপেক্ট করাটা জরুরী। তার স্যাক্রিফাইস অ্যাকোনলেজ করেন। আপা যেন মনে করে, উনিই আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।
৭। মাতব্বরি কমান, নিজেরে স্বাধীন ভাবতে দেন - সব কিছু বইলা করানোর চেষ্টা কইরেন না। বিয়ার আগেই আপনার কাছে কোনগুলা গুরুত্বপূর্ণ সেইটা আপারে জানান। এরপরে আপারে এর বাইরে সব কিছুতে নিজের মত কইরা ডিসিশন নিতে দেন। কিন্তু আপনে যেগুলার কথা বলছিলেন সেইগুলার ব্যপারে অবশ্যই মনে করাইবেন। কিন্তু এই লিস্টটা আবার এত বড় কইরেন না, যে আপা মনে করে সব ব্যপারেই আপনে নাক গলান। আপনে মাতব্বরি করতেছেন মনে করলেই সারছে।
এরপর বাকি আল্লাহ ভরসা। বিসমিল্লাহ বইলা দিল্লীকা লাড্ডু খাইয়াই ফালান। বদহজম না হইলে এর চাইতে ভালো আর কিছু নাই।
সূত্র: ইন্টরনেট ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন