শুক্রবার, ৮ এপ্রিল, ২০১১

ভালোবাসার কবিতা 1

কী ভালো আমার লাগে আমার সকালবেলায়,
হয়তোবা তোমার লজ্জারাঙা ঠোঁটের হাসি; একটু আদর।
নির্মল নীল শাড়ীর একটু ছোয়া, কী অসহ্য সুন্দর
কণ্ঠের অবাধ উন্মুক্ত তান। আমি বারবার মুগ্ধ হই।
দিগন্ত থেকে দিগন্তে; অন্ত থেকে অনন্তের পথে পা বাড়াই।

কী ভালো লাগে আমার তুমি যখন,
চারিদিকের সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায় ধোঁয়াটে,
আস্তরণের আড়ালে দাড়িয়ে খিল-খিল হেসে ওঠ।
তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ দেখে হয়তোবা আকাশ ,
নীল এই আকাশ- অভিমানে মুখ ফিরায়।

তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে
রূপোলি জলে শুয়ে-শুয়ে-এঁকে দিবে সোনালী চুম্বন।
সূর্যের চুম্বনে।-নীলের স্রোতে ঝরে পড়ছে অপরূপ ইন্দ্রধণু
তোমার আর আমার ভালোবাসার সাক্ষী তাঁরা।
দুটো প্রজাপতি কতদূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে।
- কী দুঃসাহস! তুমি হেসেছিলে আর আমি তোমার হাসি দেখছিলাম।

কী ভালো লেগেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন