সীমান্তের ওপারে আটকে যাচ্ছে চোখ
মাঝে অর্গল খুলে
স্রোতস্বিনী মোহময়ী ইচ্ছামতী,
তোমার বুক চিরে দখলদারি সৈনিক
বিষাদ সুরে আকাশ বাতাস
প্রতিমা ভাসান;
সব তোমার স্রোতে মিলেমিশে একাকার
চোখ মুছে ঘরে ফেরে
সীমান্তের মানুষেরা
আর তুমি কুল প্লাবিত করে
অন্তহীন বয়ে চল নির্বিকার
স্রোতস্বিনী মোহময়ী ইচ্ছামতী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন