এই ভালবাসা লাগবে ভালবাসা
ভালবাসা এখন সস্তা হয়ে গেছে
মুদি দোকানের দু’টাকা দামের মোমবাতি আর একটা দেশলাইয়ের মত
যে ফেরীওয়ালা তরকারী তরকারী বলে চিৎকার করে
তার খাঁচার পটল আর এক আঁটি ধনিয়া পাতার মত।
ভালবাসা এখন সুলভ হয়ে গেছে
একটা মিসকল আর হাওয়া বিক্রেতাদের অফপিক টাইমের মত
ব্যস্ত শহরে দৃশ্যমান ট্রাফিক জ্যামে যে মেয়েটি ধরনা দেয়
তার হাতে ধরা একটি বেলী ফুলের মালার মত।
ভালবাসা এখন আধুনিক হয়ে গেছে
ব্লাকবেরি আর থ্রি জি হ্যান্ডসেটের মত
তরুন চোকরাটা যে প্রতিমাসেই বদলায় তার মুটোফোনটা
তার হাতের বেখাপ্পা নতুন আইফোনটার মত।
ভালবাসা এখন রঙ্গীলা হয়ে গেছে
টানবাজারের গলিতে দাড়ানো পতিতার ঠোঁটের লিপষ্টিকের মত
বেওয়ালিরশ দেয়ালের গায়ে যে চিকারা বদলে যায় প্রতি রাতে
সেসব চিকার বাহারী রং পাল্টানোর মত।
ভালবাসা এখন সস্তা হয়ে গেছে
রাস্তায় বেরুলে শুনতে পাওয়া রিকশার কলিংবেলের মত
বর্ষায় ডোবার পাশের কচু পাতার উপর টলমল করা
কয়েক ফোঁটা সদ্য পড়া বৃষ্টির ফোঁটার মত।
আসলে ভালবাসাকে আমরাই সস্তা করে ফেলেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন