মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

পুরুষের চোখে নারী : প্রেরনার চিরন্তন উৎস


জীবনানন্দের বনলতা সেনের মতো নারী ভাবনায় একটা বড় জায়গা দখল করে আছে কল্পনানারীর রূপকল্পনায় থাকে রহস্যে ভরা একটা ইনট্টিনসিক ক্যারেক্টার, এখানেই নারীসত্তার মাদকতানারী বললেই বিভূতি ভুষণের লেখায় প্রকৃতির বর্ণনা মনে পড়ে যায়সজল, শ্যামল, স্নিগ্ধ রূপের সঙ্গে নারীদের এক অদ্ভুত অনুষঙ্গ অনুভূত হয়নারী আর প্রকৃতি যেন মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক যেন জল রংয়ের ক্যানভাস অথবা রংধুনর কোনো রং

নারী বলতে মা-বোন, স্ত্রী সব ভাবনা একসঙ্গে হুড়মুড় করে মনে আসেতার কারণ মনে হয় একটাইনারী মানেই একটা নিশ্চিন্ত আশ্রয়যে আশ্রয়ে থাকা যায় চিন্তামুক্ত হয়েসে ছোটবেলা থেকেই ধরুন নাজন্মের পরই পরম নিশ্চিন্তে বেড়ে ওঠা মাকে আশ্রয় করেইভালো-মন্দ, রাগ-দুঃখ, উচ্ছ্বাস, হতাশা সবকিছুই মাকে ঘিরেপরিবারে ভাই-বোনেরা একসঙ্গে মিলেমিশে বড় হওয়ার সময় বড় বোনের উপর এক ধরনের নির্ভরতা গড়ে ওঠেবড় ভাইয়ের ক্ষেত্রে কিন্তু ঠিক তেমনটি হয় নাআর স্ত্রী তো একজন মানুষের জীবনের একটা বড় অংশ দখল করে থাকেমেয়েদের এই কেয়ারিং অ্যাটিটিউডটা সবার কাছে ভালো লাগেতাদের যত্ন-মমতা, আগলে রাখা ব্যাপারটা খুব সুন্দরমেয়েদের এ পরিচালন ক্ষমতা দেখে সবার কাছে মনে হয়_ 'উইমেন আর ভেরি পাওয়ারফুল'মেয়েদের কোনো খারাপ গুণ আছে এটা ভাবা উচিত নয়তার মানে এই নয় যে, তাদের মধ্যে খারাপ কোনো শক্তি নেইমেয়েদের মধ্যেও ভালো মন্দ রয়েছেআসলে আমরা কি দেখছি, কেমন ভাবে ভাবছি তার ওপরই অনেকটা নির্ভর করে নারী ভাবনাবেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের গুণগুলোই চোখে পড়ে

বর্তমান প্রেক্ষাপটে মেয়েদের সম্ভ্রম বোধ কিছুটা মনে হয় কমে গেছেতাদের সবটাই খারাপ এ কথাও ঠিক নয়তারা যথেষ্ট সাবলীল, সপ্রতিভ, নিজের মতো স্পষ্ট ভাষায় জানাতে পারেকিন্তু লজ্জাবোধ, মেয়েদের যেটা একান্ত চারিত্রিক বৈশিষ্ট্য, সেটার একটু কমতি সবখানেই অনুভূত হচ্ছেবাইরের চেহারা ছাপিয়ে তাদের মনটাকে ছুঁতে ইচ্ছা করে সবসময় রবীন্দ্রনাথের গান মনে পড়ে_ রূপে তোমায় ভোলাব নাএকজন পুরুষের কাছে নারীর আকর্ষণ চিরন্তনএটি একান্ত স্বাভাবিকতারা পুরুষের প্রেরণার উৎস ছোটবেলায় মেয়েদের পরীর মতো ভাবতামঅভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ক্রমশ দেখছি তাদেরও লোভ আছে, রাগ আছে, অ্যাগ্রেশন আছে, তারাও চায় ডমিনেট করতেসর্বক্ষণ একটা মুখোশ পরে থাকা, যা নয় তাই প্রজেক্ট করা, এমন ধরনের মেয়ে কারো কাছেই ভালো লাগে নাপ্রায়ই শোনা যায়, সফল পুরুষের পেছনে একজন নারীর ভূমিকা অনস্বীকার্যঠিক তেমনি কোনো নারীর কারণেও আবার একজন সফল পুরুষের ক্যারিয়ার বা সংসার ধুলায় মিশে যেতে পারে

প্রিয় নারী সব সময়ই অলৌকিকবাস্তব রেখায় সীমিত করতে চাইলেই তো সেই ভালোলাগা ভেঙে যাবেগুড়িয়ে যাবে তাদের প্রতি শ্রদ্ধা ও মমতা

সোমবার, ২ এপ্রিল, ২০১২

বুদ্ধি বাড়ানোর উপায়

মানুষের বুদ্ধিমত্তা বা আইকিউ অবশ্যই উঁচুমানের বৈশিষ্ট্যসাধারণভাবে যা অপরিবর্তিত থাকে বলেই মনে করা হয়বুদ্ধিমত্তা এরকম হতেও দেখা যায় নাকেউ একটু বেশি বুদ্ধিদীপ্ত আবার কেউ কিছুটা পিছিয়ে, সাধারণ অভিজ্ঞতা তাই বলে শরীরের পরিবর্তন নানাভাবে হতে পারে; কিন্তু মস্তিষ্ক যেভাবে বিকশিত হয় সারাজীবন সেই ধাঁচ বজায় থাকেএ ধারণা বহুদিন ধরেই জানাজানা গেছে, শরীরের গঠনের পাশাপাশি মানসিক গঠনও পাল্টে দেওয়া যায়এমনকি বৃদ্ধ বয়সেও এটা সম্ভবকিন্তু তার জন্য প্রয়োজন নির্দিষ্ট ধরনের বিজ্ঞানসম্মত ট্রেনিং আইকিউ পর্যন্ত বাড়িয়ে দেবেপ্রায় এক শতক ধরে বিজ্ঞানীরা মনে করেছেন আইকিউ বংশগত বৈশিষ্ট্যের ওপর অনেকটা নির্ভর করেকোনো ধরনের পড়াশোনা বা মনোযোগ ইত্যাদি বাড়িয়ে এই বংশগত বা জিনগত প্রভাব পাল্টে ফেলা যাবে না বলে মনে করা হয়কিন্তু এখন এ বংশগত বৈশিষ্ট্যও বদলে ফেলা সম্ভবইউনিভার্সিটি অব মিসিগানের বিজ্ঞানী সুসান জেগি আর তার সঙ্গীরা তিন বছর আগে বুদ্ধিমত্তার রহস্য ভেদ করার চেষ্টা করেনসুসান আর অপর বিজ্ঞানী মার্টিন বাস্ককোহেল ইউনিভার্সিটি অব বার্ন (সুইজারল্যান্ড) থেকে তাদের ডক্টরেট ডিগ্রি নিয়েছেন তারা এই দুই ইউনিভার্সিটিতেই তাদের কাজ চালিয়ে গেছেন এবং এমন কিছু 'মেন্টাল এক্সারসাইজ' বা মানসিক ব্যায়াম ঠিক করছেন, যা আইকিউ বা বুদ্ধিমত্তা বাড়াবেপ্রয়োগের পর দেখা গেছে আইকিউ বা বুদ্ধিমত্তা আগের চেয়ে বেড়েছেযেন শারীরিক কসরত করার মতোই মস্তিষ্ক ব্যায়ামে বুদ্ধি বেড়ে উঠতে থাকেসুসান বলেছেন, এটা শারীরিক ব্যায়ামের মতোইনির্দিষ্ট কিছু গেম বা খেলায় দক্ষতা বাড়তে দেখা গেছে অথচ বংশগত আইকিউ বা জন্মগত আইকিউ ধারণা প্রায় চার দশকের পুরনো১৯৬০ সালে বিতর্কিত আর্থার জেনসন বলেছিলেন, জেনারেল ইন্টেলিজেন্স ফ্যাক্টর বা জি-এর কথা যা বংশগত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে কিন্তু আইকিউ আর জাতিগোষ্ঠী নিয়ে ধারণা কেউ মেনে নেয়নিএর যথেষ্ট সমালোচনা হয়এখন জেনসন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আছে (বার্কলে)কিন্তু জিনগত বুদ্ধিমত্তার ধারণা স্থায়ীভাবে তৈরি হয়ে গেল১৯৭০ সালে হার্ভার্ডের মনস্তত্ত্ববিদ রেমন্ড ক্যাটেল বলেছিলেন, দু'ধরনের আইকিউর কথা ক্রিস্টালাইন এবং প্লাস্টিকপ্রথম ধরনের বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে যখন জানা তথ্য বা পুরনো অভিজ্ঞতা ব্যবহার করা হয় (ক্রিস্টালাইন) ফ্লুইড ইন্টেলিজেন্স হলো নতুন সমস্যার সমাধানে বুদ্ধির প্রয়োগক্রিস্টালাইন ইন্টেলিজেন্স, স্মৃতিশক্তি আর অর্জিত জ্ঞানের প্রয়োগকিন্তু ফ্লুইড ইন্টেলিজেন্স এসবের ওপর নির্ভর করে নাদুটি আলাদা ধরনের স্নায়বিক প্রক্রিয়া বলে জানা ছিল ক্রিস্টালাইন ইন্টেলিজেন্স এভাবে বদলায় নাক্রিস্টালাইন বলতে কোনো কিছু যা জানা পথ ধরে চলে আর ফ্লুইড বলতে পরিস্থিতি অনুযায়ী বদলায় এমন কিছু বোঝায় ফ্লুইড ইন্টেলিজেন্স ট্রেনিং করিয়ে বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন সমীক্ষা দেখিয়েছে আইকিউ বংশগতির নির্ভুল মনে হলে বয়স এবং সামাজিক স্তরের ওপর তা নির্ভর করে থাকেফ্লুইড ইন্টেলিজেন্স জানতে ব্যবহার করা হয় বিভিন্ন আকার দেখে চেনা বা তিল খোঁজা ম্যাট্রিক্সের সমাধান করা আর শ্রেণীবিভাগবিজ্ঞানীরা তাদের এই ধারণার কথা জানিয়েছেন প্রসিডিংস অব ন্যাশনাল একাডেমী অব সায়েন্স প্রকাশিত পেপারেমেন্টাল এক্সারসাইজ যত বেশি করানো যাবে ততই ফ্লুইড বুদ্ধিমত্তা বাড়বেআইকিউ অথবা মেমরি বাড়িয়ে দেওয়ার মতো অনেক এক্সারসাইজ বা মস্তিষ্কচর্চার উপায় প্রচলিত আছেমেমরি বাড়ানো যায় বলে সুসান জেগির বলেছেন, এক হাজার আইটেম বা পৃথক জিনিস মনে রাখা মোটেই সম্ভব নয়আবার অন্য উপায় আছে যার সাহায্যে স্মরণশক্তি নয়, মস্তিষ্কের অন্য ধারাগুলো উন্নত হতে পারেবৃদ্ধ বয়সে মস্তিষ্ক দুর্বল হয়ে পড়েকারণ বয়সের সঙ্গে নতুন কিউ জন্মগতভাবেই নির্ধারিত হয় এমন বলা যায় নাআইকিউ আরও উন্নত অবস্থায় যেতে পারেকিন্তু তার জন্য প্রয়োজন নির্দিষ্ট ধরনের মেন্টাল ট্রেনিং

রবিবার, ১ এপ্রিল, ২০১২

কম্পিউটারের গতি বাড়াতে...


কম্পিউটারের গতি বাড়ানো যায় কিছু বিষয়ে খেয়াল রাখলেতেমন কিছু বিষয় নিচে দেওয়া হলো
১. কম্পিউটারে কখনো Theme ইনস্টল করা উচিত নয়থিম কম্পিউটারকে অনেক ধীর করে দেয়
২. কম্পিউটারে অ্যানিমেটেড ওয়ালপেপার, কথা বলা ঘড়ি (ভয়েস ঘড়ি) ইত্যাদি ইনস্টল করবেন নাএগুলো কম্পিউটারকে ধীর করে দেয়
৩. Recycle bin সব সময় ফাঁকা রাখুনRecycle bin-এ কোনো ফাইল রাখবেন নাRecycle bin-এ ফাইল রাখলে কম্পিউটারের গতি কমে যায়
৪. Start থেকে Run-এ ক্লিক করে এক এক করে Prefetch, temp, %temp%, cookies, recent লিখে ok করুনফোল্ডারগুলো খুললে সবগুলো ফাইল মুছে ফেলুন (ডিলিট) কোনো ফাইল না মুছলে সেটি বাদ দিয়ে বাকিগুলো মুছে ফেলুন
৫. কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুনএতে র‌্যামের কার্যক্ষমতা বাড়বে
৬. ডেস্কটপে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যানএখন ডান পাশ থেকে Settings-এ ক্লিক করে ১৬ বিট নির্বাচন করে ok করুন
৭. আবার Start থেকে Run-এ ক্লিক করে msconfig লিখে ok করুনএখন ডান পাশের Services-এ ক্লিক করুনযে প্রোগ্রামগুলো সব সময় কাজে লাগে না, সেগুলোর বাঁ পাশ থেকে টিক চিহ্ন তুলে দিনএখন Startup-এ ক্লিক করে বাঁ পাশের সবগুলো টিক চিহ্ন তুলে দিয়ে ok করুনRestart দিতে বললে Restart দিন
৮. এখন My Computer খুলে সি ড্রাইভের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যানতারপর Disk Cleanup-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন নতুন উইন্ডো এলে বাঁ পাশের সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে ok করুনএভাবে প্রত্যেকটি ড্রাইভ ক্লিন করতে পারেন
৯. Start থেকে Control Panel- যানAutomatic Updates-এ ডবল ক্লিক করুনTurn off Automatic Updates নির্বাচন করে ok তে ক্লিক করুনযাঁরা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন, এটা তাঁদের জন্য প্রযোজ্য
১০. My Computer-এর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যানএখন Advanced Settings সিলেক্ট করে Performance-এর নিচে Settings-এ ক্লিক করুনএখন Customs সিলেক্ট করে সবার নিচের বক্সের ঠিক চিহ্নটি রেখে বাকি সবগুলো তুলে দিয়ে ok করুন
১১. আবার My Computer-এর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যানএখন Advanced সিলেক্ট করে নৃিচে ডান পাশে Error Reporting-এ ক্লিক করুন Disable সিলেক্ট করে ok করুন
(
আগামীকাল সমাপ্য) মো. আমিনুর রহমান

১২. My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যানএখন System Restore-এ ক্লিক করে Turn off System Restore on all drives-এ ঠিক চিহ্ন দিয়ে ok তে ক্লিক করুননতুন একটি উইন্ডো এলে সেটির yes-এ ক্লিক করুন
ডেস্কটপে যত কম আইকন রাখা যায় ততই ভালো
১৩. Ctrl + Alt + Delete চেপে বা Task bar-এ রাইট ক্লিক করে Task Manager ওপেন করুনতারপর Processes-এ ক্লিক করুনঅনেকগুলো প্রোগ্রামের তালিকা দেখতে পাবেনএর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না, সেগুলো সিলেক্ট করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেনএই প্রোগ্রামগুলোর মধ্যে কিন্তু অপারেটিং সিস্টেমের প্রোগ্রামও আছেযদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেমের কোনো সমস্যা হয়, তাহলে কম্পিউটার Restart দিনঠিক হয়ে যাবে
১৪. কম্পিউটারের র‌্যাম কম থাকলে কম্পিউটার ধীরগতির হয়ে যায়ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার কিছুটা ফাস্ট করা যায় ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যানএখন Advance-এ ক্লিক করে performance-এর settings-এ ক্লিক করুনআবার Advance-এ ক্লিক করুনএখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size Maximum size-এ আপনার ইচ্ছামতো size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুনতবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যামের size-এর দ্বিগুণ এবং Maximum size-এ র‌্যামের size-এর চারগুণ দিলে ভালো হয়
১৫. প্রথমে Control panel-এ যানControl panel থেকে Add or Remove-এ ডবল ক্লিক করুনএখন বাঁ পাশ থেকে Add/Remove windows components-এ ক্লিক করুননতুন যে উইন্ডো আসবে সেটির বাঁ পাশ থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না, সেগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন, তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুননতুন যে উইন্ডো আসবে সেটি থেকে একই পদ্ধতিতে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিয়ে ok করুনএখন next-এ ক্লিক করুন Successful meassage এলে Finish-এ ক্লিক করুনRestart করতে বললে Restart করুন
১৬. শুধু আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করুনযে সফটওয়্যারগুলো সব সময় কাজে লাগে না, সেগুলো কাজ শেষ করে আবার আন-ইনস্টল করে দিন
১৭. হার্ডডিস্কের ১৫ শতাংশ জায়গা ফাঁকা রাখলে এবং নিয়মিত ডিফ্রাগমেন্ট করলে কম্পিউটার অনেক ফাস্ট থাকে
হার্ডডিস্কের ফাঁকা স্থানের পরিমাণ যত বেশি থাকে ততই ভালো
১৮. সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করার চেয়ে পোর্টেবল (বহনযোগ্য) সফটওয়্যার ব্যবহার করলে কম্পিউটার বেশি ফাস্ট থাকে
সূত্র: দৈনিক প্রথম-আলো

শনিবার, ৩১ মার্চ, ২০১২

জিমেইলে টিপস

জিমেইলের নিরাপত্তা নিশ্চিত করুন
অনেক সময় অসতর্কতার কারণে ই-মেইলের পাসওয়ার্ড চুরি (হ্যাকিং) হয়ে যায়জিমেইল ব্যবহারকারীরা মোবাইল ভেরিফিকেশন চালু ইচ্ছে করে ই-মেইলের নিরাপত্তাব্যবস্থা মজবুত করতে পারেনএটি চালু করলে প্রতিবার আপনার ই-মেইল লগ-ইন করার সময় আপনার মোবাইলে একটি সংকেত বা কোড পাঠানো হবেওই কোড ছাড়া ই-মেইল চালু করা যাবে না, যার ফলে হ্যাকারদের পক্ষে আপনার ই-মেইল আয়ত্তে নেওয়া সম্ভব হবে নামোবাইল ভেরিফিকেশন চালু করার জন্য প্রথমে আপনার জিমেইল আইডি লগইন করুনএরপর সবার ওপরে ডানে settings অপশনে যান, সেখান থেকে account ট্যাবের অন্তর্গত google account settings অপশনে ক্লিক করুনএখন security ট্যাব থেকে using 2-step verification অপশনে ক্লিক করুনএর পরের পেজে start setup বাটনে ক্লিক করুনএখন আপনার মোবাইল নম্বর ভেরিফাই করার জন্য একটি পেজ আসবে, ওই পেজের ড্রপ ডাউন মেন্যু থেকে Text message (sms) or voice call নির্বাচন করুনএরপর Add a mobile or landphone number where google can send code ড্রপ ডাউন মেন্যুতে Bangladesh নির্বাচিত করুন এবং ডান পাশের খালি বক্সে আপনার মোবাইল নম্বর লিখুনএখন send code বাটনে ক্লিক করুনএরপর জিমেইল থেকে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি কোড আসবেওই কোডটি code লেখা বক্সে লিখে verify বাটনে ক্লিক করুন এবং next চাপুন পরবর্তী পেজেও next চাপুনএরপর Add a backup পেজ আসবে, এই পেজে আপনাকে ১০টি ব্যাকআপ কোড দেওয়া হবেযদি কোনো কারণে আপনার মোবাইল হারিয়ে যায় বা মোবাইলে মেসেজ না আসে, তাহলে ব্যাকআপ কোড দিয়ে ই-মেইল লগইন করতে পারবেন ব্যাকআপ কোড সংরক্ষণের পর Yes, I have a copy of my backup verification codes অপশনে টিক চিহ্ন দিয়ে next দিনএর পরের পেজে আপনার আরেকটি বিকল্প মোবাইল নম্বর দিয়ে next চাপুনতারপর Turn on 2-step verification অপশনে ক্লিক করলেই মোবাইল ভেরিফিকেশন চালু হয়ে যাবেএখন থেকে প্রতিবার জিমেইল লগ-ইন করার সময় মোবাইলে একটি কোড আসবে, আর ওটা ব্যবহার করেই জিমেইল লগ-ইন করা যাবে

সূত্র: দৈনিক প্রথম-আলো