কাল যদি তুমি না আসো
আমি তবে ডাকবো ধর্মঘট।
পাশে যদি না বসো
মনে রেখ হরতাল হবে
সব কিছু বন্ধ হয়ে যাবে।
অচল হয়ে যাবে নগরী
সবাই তখন মুখ গুজে ঘুমাবে।
আমায় যদি ভাল না বাসো
করবো আমি অনেশন
তোমার বাড়ির সামনে ।
কথা যদি না বল
অকোজ করে দেব মোবাইল কোম্পানি
ঘুম আর স্বপ্ন
আমার আয়ত্বের বাহিরে থাকবে না ।
আমি তবে ডাকবো ধর্মঘট।
পাশে যদি না বসো
মনে রেখ হরতাল হবে
সব কিছু বন্ধ হয়ে যাবে।
অচল হয়ে যাবে নগরী
সবাই তখন মুখ গুজে ঘুমাবে।
আমায় যদি ভাল না বাসো
করবো আমি অনেশন
তোমার বাড়ির সামনে ।
কথা যদি না বল
অকোজ করে দেব মোবাইল কোম্পানি
ঘুম আর স্বপ্ন
আমার আয়ত্বের বাহিরে থাকবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন